জিবিনিউজ24ডেস্ক//
টানা সাড়ে ছয় মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনে ইউক্রেন শুরুতে কোণঠাসা অবস্থায় থাকলেও দেশটি এখন পাল্টা আক্রমণ শুরু করেছে। এতে করে সফলতার দেখাও পাচ্ছে দেশটি।
আর এই পরিস্থিতিতে ইউক্রেনের পাল্টা হামলা নিয়ে প্রকাশ্যে প্রথমবারের মতো মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের সাম্প্রতিক পাল্টা আক্রমণ রাশিয়ার পরিকল্পনা পরিবর্তন করবে না। শনিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সপ্তাহখানেক আগে ইউক্রেনীয় বাহিনীর তীব্র হামলার মুখে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়ামে নিজেদের প্রধান ঘাঁটি পরিত্যাগ করতে বাধ্য হয় রাশিয়া। ইউক্রেনের এই অঞ্চলটি চলমান যুদ্ধের প্রধান ফ্রন্ট লাইনগুলোর একটি।
চলমান সামরিক অভিযানে ইজিয়ামকে লজিস্টিক বেস হিসাবে ব্যবহার করছিল রাশিয়ান বাহিনী। এখান থেকেই রুশ সেনারা দোনেতস্ক এবং লুহানস্ক নিয়ে গঠিত ডনবাস অঞ্চলে কয়েক মাস ধরে আক্রমণ পরিচালনা করে আসছিল।
তবে ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক হামলায় গত সপ্তাহান্তে হাজার হাজার রুশ সৈন্য ইজিয়াম থেকে পালিয়ে যায়। তারা বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম ফেলে রেখে যায়। এরপর থেকে শহরটি ইউক্রেনের অধীনে রয়েছে।
ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, তারা ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে ছয় দিনে ৮ হাজার বর্গ কিমি (৩ হাজার ৮৮ বর্গ মাইল) এলাকা দখল করেছে। তবে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি তাড়াহুড়ো করছেন না এবং ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ আক্রমণ পকিল্পনা মতোই ট্র্যাকে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, রাশিয়া এখনও পর্যন্ত তার পুরো বাহিনী মোতায়েন করেনি। উজবেকিস্তানে একটি শীর্ষ সম্মেলনের পর তিনি বলেন, ‘ডনবাসে আমাদের আক্রমণাত্মক অভিযান বন্ধ হচ্ছে না। তারা (রুশ বাহিনী) এগিয়ে যাচ্ছে - খুব দ্রুত গতিতে নয় - কিন্তু তারা ধীরে ধীরে আরও বেশি এলাকা দখল করে নিচ্ছে।’
পূর্ব ইউক্রেনের শিল্পপ্রধান ডনবাস অঞ্চলটি রাশিয়ার আক্রমণের কেন্দ্রবিন্দু। সেখানে রাশিয়ান ভাষাভাষীদের গণহত্যা থেকে বাঁচানোর জন্য এটি (সামরিক অভিযান) প্রয়োজনীয় বলে দাবি করেছেন পুতিন।
ডনবাসের কিছু অংশ ২০১৪ সাল থেকে রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলেই রয়েছে। তবে ইউক্রেনের সাম্প্রতিক পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া খারকিভ অঞ্চলটি ডনবাসের অংশ নয়।
শুক্রবারের মন্তব্যে প্রেসিডেন্ট পুতিন আরও উল্লেখ করেছেন, রাশিয়ান সেনাবাহিনীর একটি অংশই ইউক্রেনে যুদ্ধ করছে, ইউক্রেনের হামলা অব্যাহত থাকলে ‘আরও মারাত্মক’ প্রতিক্রিয়ার হুমকিও দিয়েছেন তিনি।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে রাশিয়ান সেনাবাহিনী সম্পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করছে না... শুধুমাত্র পেশাদার সেনাবাহিনী যুদ্ধ করছে।’
অবশ্য রাশিয়া প্রাথমিকভাবে ইউক্রেনে কনস্ক্রিপ্ট (জোরপূর্বক নিয়োগ বা যুদ্ধ করতে পাঠানো) সৈন্য পাঠানোর বিষয়টি অস্বীকার করলেও কিছু ক্ষেত্রে এ ধরনের সেনা বন্দি হওয়ার ঘটনা প্রকাশের পর রুশ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে শাস্তি দেওয়ার ঘটনা ঘটে।
বিবিসি বলছে, রাশিয়া এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। মস্কো শুরু থেকেই তার আক্রমণকে কেবল একটি ‘বিশেষ সামরিক অভিযান’ হিসাবে উল্লেখ করে আসছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন