এখন যুদ্ধ করার সময় না, দ্বিপাক্ষিক বৈঠকে পুতিনকে মোদি

  জিবিনিউজ24ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেছেন, ‘এখন যুদ্ধ করার সময় না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।’

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এসসিও সম্মেলনের মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন দুই রাষ্ট্রপ্রধান। সেই বৈঠকে মোদি এসব কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘যুদ্ধ করার জন্য এই সময়টা একেবারেই আদর্শ নয়। আমি ফোনেও আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম।’

জবাবে পুতিন বলেন, ‘ইউক্রেন প্রসঙ্গে আপনাদের চিন্তার কারণ রয়েছে তা বুঝতে পারছি। আমরাও চাই খুব তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হোক’। যুদ্ধের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে ভারতের প্রস্তাবও বেশ গ্রহণযোগ্য বলে জানিয়েছেন তিনি।

বৈঠকে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করে তুলতে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। এসময় ভারতের নিরপেক্ষ বিদেশনীতির প্রশংসাও করেন পুতিন।

এদিকে ২০২৩ সালের এসসিও বৈঠকের সভাপতিত্ব করবে ভারত। সেজন্যও ভারতকে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া।

উল্লেখ্য, ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের চাপের মুখে পড়েও রাশিয়ার নিন্দা করেনি ভারত। রাষ্ট্রসংঘেও ভোট দান থেকে বিরত থেকেছে দেশটি। পরিবর্তে কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন