মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (গভ. রেজিঃ নং- ৯৮৭৩৬/১২) শ্রীমঙ্গল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এর নির্দেশনায় দেশব্যাপী উপজেলা জেলা ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
(১৯ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা ০৮: ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলায় পানসী রেস্টুরেন্টের হল রুমে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দৈনিক আমার সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সোলেমান আহমেদ মানিকের সভাপতিত্বে, জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও সিলেটে বিভাগীয় সভাপতি মোঃ রুমন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুফাদ আহমেদ।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে (রেজুলেশনে স্বাক্ষরকৃত) সোলেমান আহমেদ মানিককে আহবায়ক ও শেখ মোঃ জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি জেলা সভাপতি-সম্পাদকের স্বাক্ষরে অনুমোদন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, জবর আলী রানা (যুগ্ম আহবায়ক-১), মোঃ আশিকুর রহমান সুজন (যুগ্ম সম্পাদক-২), মোঃ আলমগীর হোসেন (যুগ্ম সম্পাদক-৩), মোঃ আল আমিন (সাংগঠনিক সদস্য), আবু তাহের সুমন (অর্থ সদস্য), ইমরান হোসেন (সদস্য), শাহাদাৎ হোসেন অপু (সদস্য), স্মরণ সিং (সদস্য), মোঃ সবুজ মিয়া (সদস্য), ইয়াছিন তালুকদার (সদস্য), অনিরুদ্র দাশ স্বপ্ন (সদস্য), মইনুল ইসলাম আরিফ (সদস্য) ও আবদুল্লাহ আল জুবারের (সদস্য)। প্রধান অতিথি ও জেলা কমিটির সভাপতি উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন