সন্তান নিতে চেয়েছিলেন অর্পিতা, সম্মতি ছিল পার্থর

জিবিনিউজ24ডেস্ক//

সন্তান দত্তক নিয়ে মা হতে চেয়েছিলেন ভারতের নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অর্পিতা মুখার্জি। এতে আপত্তি ছিল না পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। ‘নিকট আত্মীয়’ হিসেবে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিলেন তিনি।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে এসব তথ্য উঠে এসেছে। জানা গেছে, অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে অভিযান চালিয়েছিল ইডি। সেখান থেকে নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন নথি উদ্ধার হয়। তারমধ্যেই ছিল দত্তক সংক্রান্ত নথিও।

ইডির দাবি, উদ্ধার হওয়া চিঠিতে পার্থ নিজেকে ‘ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন। নো অবজেকশন সার্টিফিকেটে জানিয়েছিলেন, অর্পিতা সন্তান দত্তক নিলে তার কোনো আপত্তি নেই।

এ বিষয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জবাবে পার্থ জানান, তিনি জনপ্রতিনিধি। তাই তার কাছে এ ধরনের প্রশংসাপত্র নিতে অনেকে আসেন। তাই এ ধরনের প্রশংসাপত্র তার কাছে তৈরি থাকত।

দুর্নীতির অভিযোগে গত ২৩ জুলাই গ্রেপ্তার হন পার্থ। বুধবার শুনানিতে বিচারক পার্থকে কিছু বলার অনুমতি দিলে নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে আনেন পার্থ।

বিচারককে তিনি জানান, তাকে তিন বেলা ওষুধ খেতে হয়। নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে তার। তদন্তকারীরা তার বাড়িতে ৩০ ঘণ্টা তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করতে পারেননি। তার পরেও কেন তিনি জামিন পাচ্ছেন না, সেই প্রশ্নই তুলতে দেখা যায় পার্থকে।

তিনি আরও বলেন, জেলবন্দি অবস্থায় তার চিকিৎসা হচ্ছে ঠিকই, কিন্তু তিনি বিচার পাচ্ছেন না।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন