দার্জিলিংয়ে আবার চালু হচ্ছে টয় ট্রেন

  জিবিনিউজ24ডেস্ক//

দুর্গাপূজা সামনে রেখে ভারতে চালু হচ্ছে টয় ট্রেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) চালু হচ্ছে এ পরিষেবা। সেই দিন টয় ট্রেনের মুকুটে নতুন পালকও যুক্ত হচ্ছে। ওই দিন থেকে টয় ট্রেনে যুক্ত হবে এসি কোচও। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।

১৭ মাইল এলাকায় ধসের কারণে গত ৩ সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি-দার্জিলিং রুটে বন্ধ রয়েছে টয় ট্রেন চলাচল। পরে বিভিন্ন সময়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওই ট্রেন চালানোর পরিকল্পনা করলেও তা সফল হয়নি। সেই বিপর্যয় কাটিয়ে পূজা সামনে রেখে নতুন দিন দেখতে চলেছে টয় ট্রেন পরিষেবা। 

প্রায় ২৩ দিন পর ২৬ সেপ্টেম্বর থেকে আবারও চালু হচ্ছে শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন। পূজার মৌসুমে এত দিন টয় ট্রেন বন্ধ থাকায় যেন চোখে অন্ধকার দেখছিলেন পর্যটন ব্যবসায়ীরা। টয় ট্রেন চালুর খবরে তারা আশার আলো দেখতে শুরু করেছেন। শুধু তাই নয়, পূজা সামনে রেখে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ যুক্ত করেও ছুটবে ‘খেলনা ট্রেন’।

 

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গেছে, আপাতত একটি এসি কোচ যুক্ত করা হবে। শিলিগুড়ি থেকে সোম, বুধ ও শনিবার এসি কোচে যাওয়া যাবে। পাশাপাশি দার্জিলিং থেকে মঙ্গল, বৃহস্পতি ও রোববার এসি কোচে যেতে পারবেন পর্যটকরা।

উত্তর-সীমান্ত রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, আমাদের কাছে পূজার মৌসুমে ব্যাপক হারে বুকিং আসছে। প্রচুর পর্যটক টিকিট বুক করছেন। তাদের সুবিধার কথা মাথায় রেখেই এসি কোচের বন্দোবস্ত করা হয়েছে। পূজার সময় পর্যটকদের ভিড় এতটাই যে, পরিকল্পনা করে আমাদের বুকিং নিতে হচ্ছে।

২৩ দিন টয় ট্রেন বন্ধ থাকায় যে ক্ষতির মুখে পড়তে হয়েছে তা ভুলে নতুন করে যাত্রা শুরু করতে চাইছে টয় ট্রেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন