সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী

  জিবিনিউজ24ডেস্ক//

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সিনেমার নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমায় বিশেষ অবদানের জন্য শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে তাকে এই সম্মাননা দেয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী লিখেছেন, ‘শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এবছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এই পুরস্কার আমার পছন্দের মানুষরা অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। মনে হয় আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও অনেক দূর যেতে হবে।’

গত ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবারের শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। ওপেনিং নাইটে দেখানো হয়েছে অনুরুদ্ধ রায় চৌধুরীর সিনেমা ‘লস্ট’। উৎসবে স্বাধীন ধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। এর জন্য বেছে নেওয়া হয়েছে দুটি স্থান-শিকাগোর ডাউন টাউনের ‘কলাম্বিয়া ফিল্ম রো’ ও ‘ডিপল ইউনিভার্সিটি’স স্কুল অব সিনেমাটিক আর্টস’।

রোববার (২৫ সেপ্টেম্বর) এই উৎসবের পর্দা নামবে। শেষ দিন জানানো হবে সেরা ফিচার, সেরা শর্ট ও সেরা ডকুমেন্টারি কোনগুলো নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী, শর্মিলা ঠাকুর, রাজ কুমার রাও প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন