জিবিনিউজ24ডেস্ক//
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস সিএনএনের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন। রোববার এটি প্রকাশ করে গণমাধ্যমটি।
এই সাক্ষাৎকারে লিজ ট্রাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ে সেনা জড়ো করা ও পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে হুমকি দিয়েছে সেটিকে ‘বোগাস’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, এগুলোতে কান না দিয়ে ইউক্রেনকে সকলের সহায়তা করে যেতে হবে।
এ ব্যাপারে লিজ ট্রাস বলেন, আমাদের তার (পুতিনের) অস্ত্রের ঝনঝনানি এবং বোগাস হুমকি শোনার প্রয়োজন নেই। এর বদলে আমাদের যা করতে হবে তা হলো- অব্যাহতভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যেতে হবে এবং ইউক্রেনকে অব্যাহতভাবে সহায়তা করে যেতে হবে।
লিজ ট্রাস আরও বলেছেন, পুতিন সেনা জড়ো করার মাধ্যমে যুদ্ধ লম্বা করতে চাচ্ছেন কারণ তিনি যুদ্ধে জয় পাচ্ছেন না।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, পুতিন বুঝতে পারেননি মুক্ত বিশ্বের কাছ থেকে এমন শক্তিশালী প্রতিক্রিয়া দেখতে হবে তাকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন