ইচ্ছেমতো দামে বিদেশি পণ্য বিক্রি, জরিমানা আড়াই লাখ

gbn

  জিবিনিউজ24ডেস্ক//

রাজধানীর বনানীতে আমদানিকারক ছাড়াই বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ও খাদ্য সামগ্রীসহ অন্যান্য পণ্য নিজেরাই ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করে বিক্রি হচ্ছিল কয়েকটি দোকানে। এমন তথ্য পেয়ে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তদারকিমূলক এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

আব্দুল জব্বার মন্ডল বলেন, অভিযানে দেখা গেছে, আমদানিকারক ছাড়াই বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ও খাদ্য সামগ্রীসহ অন্যান্য পণ্য নিজেরাই ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করে বিক্রি করছে। বিএসটিআইয়ের মানদণ্ড ছাড়াই অবৈধভাবে বিভিন্ন রকমের ইয়োগার্ড, হানি, জুসসহ অন্যান্য মোড়কজাত বিদেশি খাদ্য সামগ্রী বিক্রির করছিল প্রতিষ্ঠানগুলো।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন