জিবিনিউজ24ডেস্ক//
করোনাভাইরাসে আক্রান্ত দক্ষিণ ভারত এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গ্লামারাস এই অভিনেত্রী কদিন ধরেই হায়দারাবাদে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। সম্প্রতি তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে হায়দারাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।
গেল আগস্টেও কোভিড ১৯ টেস্ট করিয়েছিলেন তামান্না। তখন তার মা-বাবার রিপোর্ট পজিটিভ এলেও তিনি নেগেটিভ ছিলেন। তবে এ যাত্রায় নিজেও আক্রান্ত হলেন হালের এই ক্রেজ নায়িকা।
এদিকে খবরটি ছড়িয়ে পড়লে বাহুবলি ছবির এই নায়িকার ভক্তরা প্রিয় তারকার দ্রুত সুস্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা দিতে থাকেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন