প্রধানমন্ত্রীকে নিয়ে বেলাল-আনিসার ‘আলোকবর্তিকা’

  জিবিনিউজ24ডেস্ক//

আগামীকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এ উপলক্ষে তৈরি হয়েছে একটি বিশেষ গান। যার শিরোনাম ‘আলোকবর্তিকা‘। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও আতিয়া আনিসা।

সুজন হাজংয়ের কথায় গানটির সুর করেছেন বেলাল খান। সংগীত করেছেন শোভন রায়। ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) মগবাজারের প্রোটিউন স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণের কাজ শেষ হয়। গানটির দুটি লাইন-‘তুমি নদীর মত ছুটে চলা যেন এক নদী/ তুমি বাঙালির পাল তোলা নৌকায় বয়ে যাও নিরবধি।’

গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। তাঁকে নিয়ে আমার লেখা এই গানটির মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন একটি আশার আলো খুঁজে পাবে।‘

বেলাল খান বলেন, ‘গানের কথা খুব হৃদয়স্পর্শী ও নান্দনিক। প্রধানমন্ত্রীর জীবন-সংগ্রাম, ট্রাজেডি, নেতৃত্ব, অর্জন ও সাফল্য নিয়ে এরকম একটি গানে সুর ও কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত।’

আতিয়া আনিসা বলেন, ‘গানের কথা ও সুর চমৎকার। নিজের দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে নিয়ে গানটি গাইতে পেরে খুব ভাল লাগছে। আমার বিশ্বাস শ্রোতাদের কাছে সমাদৃত হবে।‘

উল্লেখ্য, ইউটিউবে গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন