আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ সেলিম ||
দুই তরুন প্রবাসী বাংলাদেশী ব্যাবসায়ীর যৌথ উদ্যোগে ০২ রা অক্টোবর ২০২০ ইং, জুমাবার, আরব আমিরাত এর গ্রীণসিটি আল আইন সানাইয়াতে সকাল ০৭ টায় শুভ উদ্বোধন করা হলো সম্পুর্ণ নতুন আঙ্গিকে সু-স্বাধু আরবীয়ান এবং এশিয়ান খাবারের অন্যতম প্রতিষ্ঠান “#বেষ্ট_কেয়ার_রেষ্টুরেন্ট” উদ্বোধনী আনুষ্ঠানিকতার মাধ্যমে ফিতা কেটে নতুন রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী, ২ প্রবাসী তরুন ব্যবসায়ী এম. এ. খায়ের নিজামী এবং আবু হায়দার মাহের খান, সাথে ছিলেন আরব আমিরাতের অন্যতম ব্যাতিত্ব এবং প্রভাবশালী ব্যাবসায়ী লোকাল স্পনসর আব্দুল্লাহ সাঈদ আব্দুল্লাহ নেহাইল আল আরইয়ানি, আলী আব্দুল্লাহ সাঈদ আব্দুল্লাহ নেহাইল আল আরইয়ানি, একাব মোহাম্মদ মোবারক হামদান আল মানছুরী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রেসক্লাবের সহ যুগ্ন সাধারণ সম্পাদক সনজিৎ কুমার শীল ও সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি । এতে আরোও বাংলাদেশী কমিউনিটি ব্যাক্তিগন, যথাক্রমে: ইন্জিনিয়ার মফিজুল ইসলাম, সোহেল হোসেন খান, সাইফুল ইসলাম ইয়াহিয়া, আরিফুর রহমান বাবু, আলীনুর রহমান খান, মিজানুর রহমান, আনোয়ার হোসেন জিল্লু, মোহাম্মদ আবদুল্লাহ ও কামাল হোসেন সহ আরো অনেকেই। বিশ্বব্যাপী এই করুনা পরিস্থিতি যখন থমথমে অবস্থার স্বীকার এবং এই অবস্থায় সকল প্রবাসীরা ভাল এবং সু-স্বাধু খাবার নিয়ে আস্থাহীনতায় ভুগছেন ঠিক তখনই প্রবাসীদের সকলের শান্তনাময়ী সময় এবং পরিচ্ছন্ন ও উন্নত মানের ভাল খাবার উপহার দেওয়ার লক্ষে দুরন্তর সাহসিকতার সহিত এই করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশী দুই তরুন, বিশিষ্ট ব্যাবসায়ী জনাব এম. এ. খায়ের নিজামী এবং আবু হায়দার মাহির এর যৌথ উদ্দ্যোগে এই রেস্টুরেন্ট এর সুচনা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন