জালালুর রহমান,জুড়ী(মৌলভীবাজার)
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দক্ষিণ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি দ্বিতলা। কাজ আরম্ভের তারিখ (১৮/৬/২০১৯) ইং, কাজ শেষ হওয়ার তারিখ (১/৯/২০২০) ইং, প্রাক্কলিত ব্যয় (৫৯,২৫,৪২১.০০) এই নির্মাণধীন ভবনটি দুই বছরের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা যাচ্ছে, সরেজমিনে গুড়ে দেখি। বিদ্যালয়ের প্রতিটি ক্লাস রুমের ফ্লোর ঢালাই দেওয়ালসহ ফাটল দেখা গেছে, দ্বিতলার ঢালাইয়ের প্লাস্টার ফাটল ও ছোটে যাচ্ছে ফলে ঢালাইর উপড়ে বৃষ্টির পানিজমে চুষে চুষে ক্লাস রুমের ভিতরে ঢুকছে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিগ্ন ঘটছে। এতো নিম্ন মানের কাজ হয়েছে যার ফলে এই ভবন ঝুকিপূর্ণ। এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে কথা হয়, ঠিকাদারী প্রতিষ্ঠান কামরুল এন্ড সেলিম জেভিসিএ এর সাথে তিনি, এ প্রতিবেদককে বলেন বিদ্যালয় ভবনটিতে পাঁচ বছর আগে কাজ করিয়েছি ফাটলের বিষয় প্রধান শিক্ষক আমাকে জানাননি। উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মতিন বর্তমানএ রিটায়েট তিনি বলেন বিদ্যালয়ের কোন নিম্ন মানের কাজ হয়নি। প্লাস্টারে ফাটল বড় কোন ত্রুটি না। এটা কম কিউরিং এর জন্য হতে পারে। উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন খান জানান তিনি ফাইনাল বিল দেননাই তিনি বদলি হয়ে গেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন