মৌলভীবাজার প্রতিনিধি \ জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয়’ এ প্রতিপাদ্যে নিয়ে মৌলভীবাজারে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণী সম্পদ বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয় । বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণী সম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সিভিল সার্জন এর কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালী সিভিল সার্জন ডা.চৌধুরী জালাল উদ্দিন মূর্শেদ এর নেতৃত্বে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ। র্যালী শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা.চৌধুরী জালাল উদ্দিন মূর্শেদ। বক্তব্য রাখনে সহকারী জলো প্রানী সম্পদ কমর্কতা ডা; ওয়াহদিুল আলম,সাংবাদকি নজরুল ইসলাম মুহবি, ডা: টমাস দে টটিু, ডা: আফজালুর রহমান, প্রমুখ। আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারি,স্বাস্থ্যকর্মী নার্স এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবি ২টি সংযুক্ত
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন