বান্ধবীর অভাবে নিজেকেই বিক্রির চেষ্টা যুবকের!

জিবিনিউজ 24 ডেস্ক //

মনের মতো বান্ধবী খুঁজতে টিন্ডারসহ একাধিক ডেটিং অ্যাপের সাহায্য নিয়েছিলেন। তবে দশ বছর ধরে অপেক্ষা করার পর অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙে তার। আর তারপর সোশ্যাল মিডিয়ায় নিজেকেই বিক্রির বিজ্ঞাপন দিয়ে বসলেন তিনি।

ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকেই দিলেন সেই বিজ্ঞাপন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তার সেই পোস্ট।

 

অ্যালান ইয়ান ক্লেটন নামে ব্রিটেনের নর্দ্যাম্পটনশায়ারের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় লরি চালক। দীর্ঘদিন ধরে বান্ধবীর সন্ধানে ছিলেন তিনি। কিন্তু মনের মতো কাউকে পাননি কখনও। এরপর চেষ্টা করেন টিন্ডারসহ অন্যান্য ডেটিং অ্যাপের সাহায্যে বান্ধবী খোঁজার। তবে সেই চেষ্টাও বিফলে যায়।

গত দশ বছরে বার বার একই পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত ফেসবুকের একটি গ্রুপে নিজেকেই বিক্রি করে দেয়ার কথা লেখেন অ্যালান। না কোনও মূল্য নয়, বিনামূল্যেই তাকে কিনতে পারবেন কোনো নারী।

ওই পোস্টে অ্যালানের সরল স্বীকারোক্তি, নারীদের সবাইকে বলছি, আমার নাম অ্যালান। বয়স ৩০ বছর। আমি একজন ভাল মনের নারীর খোঁজে রয়েছি, যে আমার সঙ্গে সারাজীবন থাকবেন। অনেক ডেটিং অ্যাপ ট্রাই করেছি, কিন্তু কাউকে পাইনি। তাই এবার এই উপায়ে চেষ্টা করছি।

অ্যালানের এই পোস্টটি এখন নেটদুনিয়ায় ভাইরাল। অনেকেই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। কেউ কেউ আবার তার সাফল্য কামনা করেছেন। এসবের মধ্যে একজনের সঙ্গে সম্প্রতি আলাপও হয়েছিল অ্যালানের। কিন্তু তা বেশি দূর এগোয়নি। তবে অ্যালান এখনও আশায় রয়েছেন। হয়তো অদূর ভবিষ্যতে পেয়ে যাবেন মনের মতো জীবনসঙ্গিনী।

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অ্যালান বলেন, ডেটিং অ্যাপ, টিন্ডার অনেককিছুর মাধ্যমে চেষ্টা করেছিলাম। কিন্তু দশ বছরেও কাউকে খুঁজে পায়নি। তাই এই পোস্টটি করেছি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন