জিবি নিউজ ।।
লন্ডন প্রবাসী ৭ ব্যবসায়ীকে গ্রেপ্তারে লন্ডন ও সিলেট বিভাগে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে।
‘হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন কোম্পানিটির সাত পরিচালক। কিন্তু গ্রাহকের পলিসির টাকা আত্মসাতের অভিযোগে কোম্পানিটির মতিঝিলের প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
কিন্তু রহস্যজনক কারণে একই মামলার আসামি হলেও গ্রেপ্তার করা হয়নি কোম্পানিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকসহ অন্য কোনো পদস্থ কর্মকর্তাকে। অভিযোগ উঠেছে লন্ডন প্রবাসী এই সাত ব্যবসায়ী দেশে ফেরায় ক্ষুব্ধ হয়ে গোপনে পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই যুক্তরাজ্যের নাগরিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন গ্রেটার সিলেট কাউন্সিল মিডিলসেক্স হাউন্সলো ব্রাঞ্চ ।
আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, প্রবাস থেকে নিজেদের কষ্টার্জিত অর্থ
বিনিয়োগ করে গড়ে তোলা হোমল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর গত ২১ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন প্রবাসী সাত পরিচালক। সেখান থেকেই গ্রাহকের পলিসির টাকা আত্মসাতের
অভিযোগে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ।
এ ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি এবং তাঁরা যদি কোন চক্রান্তের শিকার হয়ে থাকেন সেই বিষয়টি উদঘাটনে সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার প্রত্যাশা করছি।
রাকিব হোসেন রুহেল (সভাপতি)
গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল মিডিলসেক্স হাউন্সলো ব্রাঞ্চ

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন