ফুটবলাররা আমার সবচেয়ে বড় শক্তি: কাজী সালাউদ্দিন

জিবিনিউজ 24 ডেস্ক //

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে সভাপতি নির্বাচিত হন তিনি। এর আগে ২০০৮, ২০১২ ও ২০১৬ সালে অর্থাৎ টানা তিনবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন।

সভাপতি ঘোষণার পর সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমার ফুটবলাররা আমার সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ ফুটবল দলের সব খেলোয়াড় আমাকে ভালোবাসেন। নির্বাচনের দিন অভিনন্দন জানাতে তারা এখানে এসেছিল যা আমার জন্য অনেক বড় বিষয়। খেলোয়াড় এবং যারা ফুটবলকে ভালোবাসেন তারা আমাকে অভিনন্দন জানাতে এসেছিলেন, এর অর্থ হল আমি কিছু ভালো কাজ করেছি যার ফলে তারা আমাকে ভালোবাসে এবং আমাকে সমর্থন করেছে।

 

তিনি বলেন, ২০০৮ সালে আমি ৮০ ভোটে জিতেছি। এরপর আমি ৮৪ ভোটে জিতে বাফুফের সভাপতি হয়েছি এবং এখন আমি ৯৪ ভোট পেয়েছি। এটি প্রমাণ করে যে ফুটবলপ্রেমী মানুষেরা আমাকে বাফুফের সভাপতি হিসেবে চান। অন্য লোকেরা যাই বলুক না কেন, ফুটবল সমর্থকরা আমার শক্তি। আমি বিশ্বাস করি ফুটবলপ্রেমী মানুষের মধ্যে আমি জনপ্রিয়।

সালাউদ্দিন এবং তার প্যানেল গত নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছেন। তবে এবার যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো পূরণ করার জন্য তিনি পদক্ষেপ নেবেন। বাফুফের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পালনের সময় প্রতিশ্রুতি পূরণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন