বলিউডে সবাই খারাপ নয়: অক্ষয়

জিবিনিউজ 24 ডেস্ক //

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু এর মামলায় বড় আকার নিয়েছে মাদক। ইতিমধ্যেই বেশ কয়েকজন অভিনেতাদের নাম জড়িয়েছে এই মাদক কাণ্ডে। অভিনেত্রী দীপিকা পাডুকোন সারা আলি খান শ্রদ্ধা কাপুরসহ আরো বেশ কয়েকজনের নাম জড়িয়েছে এ ঘটনায়। যার ফলে গোটা বলিউড ইন্ডাস্ট্রি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দর্শকরা। এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা অক্ষয় কুমার।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অক্ষর বলেন, বহুদিন ধরে একটা কথা মাথায় মধ্যে ঘুরছে। কাকে বলব, কীভাবে বলব, কতটা বলব বুঝতে পারছিলাম না। শেষে ভাবলাম আপনাদের সঙ্গেই শেয়ার করে নিই। আমরা সেলিব্রিটি ঠিকই। কিন্তু মানুষের ভালোবাসাই আমাদের সেলিব্রিটি তৈরি করেছে। মানুষের মনের মধ্যে যে সমস্ত অনুভূতি থাকে সেটাই সিনেমার মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করি। এখন যখন মানুষের মনে রাগ জমেছে। সেটাও আমাদের মাথা পেতে গ্রহণ করা উচিত।

 

বলতে চেয়েছেন একটা ঘটনা দিয়ে বলিউডের সমস্ত তারকাকে বিচার না করতে। সুশান্ত এর ঘটনার সঙ্গে মাদক যোগ সম্পর্কে তিনি বলেন, বুকে হাত রেখে এ কথা বলতে পারব না যে ইন্ডাস্ট্রিতে মাদক যোগ নেই। গত কয়েকদিনে যা যা হয়েছে সেটা আপনাদের যেমন কষ্ট দিয়েছে তেমনই আমাকেও খুব দুঃখ দিয়েছে। কিন্তু সব ইন্ডাস্ট্রিতেই কিছু সমস্যা থাকে। তা বলে কি সকলে খারাপ? তা নয়। আপনাদের কাছে অনুরোধ সবাইকে এক নজরে দেখবেন না। বলিউড ইন্ডাস্ট্রিতেও সবাই খারাপ নয়। সকলকে একভাবে বিচার করাটা ঠিক না।

অক্ষয়ের এই মন্তব্য কে কুর্নিশ জানিয়েছেন প্রযোজক করণ জোহর, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাসহ আরো অনেকেই। অক্ষয় জানিয়েছেন যে দেশের প্রশাসন, পুলিশ এবং আইনের প্রতি তার অগাধ বিশ্বাস রয়েছে।

সংবাদমাধ্যম সম্পর্কেও এদিন কথা বলেছেন অভিনেতা। তিনি বলেন, আমি সংবাদমাধ্যমের ক্ষমতা জানি। তারা সঠিক সময়ে সঠিক প্রশ্ন তুললে বহু মানুষ ন্যায়বিচার পান। আপনারা কাজ চালিয়ে যান। তবে একটাই অনুরোধ, একটু সংবেদনশীল হোন। কারণ আপনাদের দেওয়া একটা ভুল খবর একজনের সারা জীবনের পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। মানুষের উদ্দেশ্যে বলব, সকলকে এক নজরে দেখবেন না। সবাই খারাপ নয়।

অক্ষয়ের এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। বহু অভিনেতা এই পদক্ষেপ করার জন্য অক্ষয়কে প্রশংসা করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন