বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্ট নেটওয়ার্ক কমিটি গঠিত

বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের এক ভার্চুয়াল সভা আজ সকালে অনুষ্ঠিত হয়. এতে সভাপতিত্ব করেন বাংলাদেশে ৮০ এর দশকের তৃণমূল মানবাধিকার ও সাংবাদিক আন্দোলনের
অন্যতম  সংগঠক বর্তমানে কানাডা প্রবাসী  সাংবাদিক মুক্তিযোদ্বা দেলোয়ার জাহিদ।

আলোচনায় অংশ গ্রহন করেন : খায়রুল আহসান মানিক, মোঃ ফিরোজ মিয়া, এএসএম শামসুল হাবিব, এসরার জাহিদ ও  সাইফুর হাসান। আলোচকবৃন্দ  নর্থআমেরিকা ও বাংলাদেশের একটি শক্তিশালী সাংবাদিক সংগঠন হিসেবে বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ককে গড়ে তুলতে মিডিয়া পেশাদারদের প্রতিনিধিত্ব, আন্তর্জাতিক সাংবাদিক ও ট্রেড ইউনিয়ন আন্দোলনের সাথে সংযোগ, সাংবাদিকদের প্রশিক্ষণ, ন্যায্য বেতন, নিরাপদ ও শালীন কর্মপরিবেশ, শ্রম ও মানবাধিকার রক্ষা,  বৈষম্যরোধ এবং অসহিষ্ণুতা ও সংঘাতের বিরুদ্বে লড়াই করার  উপর জোর দেন ।

সভায় সর্বসম্মতিতে ২০২২-২০২৪ সালের জন্য বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের একটি কমিটি গঠিত হয়. এতে দেলোয়ার জাহিদ কে সভাপতি, সহ-সভাপতি:  নজরুল ইসলাম বাবুল, (যুক্তরাষ্ট্র) সহ-সভাপতি:  খায়রুল আহসান
মানিক(ইউএনবি/এটিএন ) সম্পাদক : মোঃ ফিরোজ মিয়া যুগ্ম সম্পাদক (দৈনিক ভোরের সূর্যোদয়) : এএসএম শামসুল হাবিব, (দৈনিক যুগান্তর) স্পোর্টস : এসরার জাহিদ(এএনবি) কার্যনির্বাহী সদস্য: সাইফুর হাসান (এসকেনিউজ/আইটি এডমিন).

সভার সভাপতি দেলোয়ার জাহিদ বলেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উর্ধ্বে উঠে বিএনজেনেট এর কাঠামো, নীতি এবং কর্মসূচির মাধ্যমে মানবাধিকার, গণতন্ত্র এবং মিডিয়ার বহুত্ববাদ রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বৈষম্য ও সংঘাতের বিরুদ্ধে কাজ করবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন