স্পোর্টস ডেস্ক//
প্রিমিয়ার বিভাগ কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। লিগে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ।
এবারের লিগে ১৪টি দল অংশগ্রহণ করেছে। প্রথমে খেলা হয় তিন গ্রুপে। পরে তিন গ্রুপের শীর্ষ দুই দল ওঠে সুপার সিক্সে। সুপার সিক্সে সর্বোচ্চ ১০ পয়েন্ট পেয়ে নৌবাহিনী লিগ চ্যাম্পিয়ন হয়৷
শনিবার পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এসময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন