বিনোদন ডেস্ক//
মালাইকা-আরবাজের বিচ্ছেদ নিয়ে চর্চা কম হয়নি। এ সিদ্ধান্তের নেপথ্যে কারণ অনুসন্ধানও করেছিলেন অনেকেই। এবার নতুন করে আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে তারা।
২০১৭ সালে ভেঙে যায় ১৮ বছরের দাম্পত্য। নিজেদের মতো করে জীবন সাজিয়েছেন তারা। আরবাজ খান এবং মালাইকা অরোরা। দুই জনের পথ এখন আলাদা হলেও বন্ধুত্ব রয়েছে অটুট।
বিচ্ছেদ মোটেই মধুর নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে আলাদা হওয়ার পরেই খুলে যায় সম্পর্কের নতুন দিক। যেমনটা হয়েছে মালাইকা-আরবাজের ক্ষেত্রে। এ বিষয়ে মালাইকা বললেন, এখন আমাদের সমীকরণ আরও ভালো হয়ে উঠেছে। আমরা অনেক পরিণত হয়েছি। একজন মানুষ হিসেবেও উন্নতি হয়েছে আমার। ছেলের সঙ্গেও সম্পর্ক আরও ভালো হয়েছে। ও জানে যে, এখন আমি খুশি।
মালাইকার কথায়, প্রাক্তন স্বামীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আমি খুশি। নিজের জন্য রুখে দাঁড়াতে পেরেছি।
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েন মালাইকা। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। অন্যদিকে, আরবাজও ভালোবাসা খুঁজে পেয়েছেন অভিনেত্রী জর্জিয়া আড্রিয়ানির মধ্যে।
'ইন্ডিয়াস বেস্ট ডান্সার'-এর বিচারক হিসেবে শেষ পর্দায় এসেছেন মালাইকা। অন্য কে আরবাজকে দেখা যাবে সনি লাইভ-এর তনভে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন