আন্তর্জাতিক ডেস্ক//
ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন ভক্তদের পদদলনে অন্তত ১৭৪ জন নিহত হয়েছেন। ফুটবল ইতিহাসের নজিরবিহীন এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮০ জন। রোববার দেশটির কর্তৃপক্ষ বলছে, দাঙ্গায় লিপ্ত ভক্তদের মাঠ থেকে পালানোর চেষ্টার সময় হতাহতের এই ঘটনা ঘটেছে।
রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে আরেমা এফসি এবং পারসেবায়া সুরাবায়ার মধ্যে ফুটবল ম্যাচ শুরু হয়। ১০টার পরপরই এই দুই দলের খেলা শেষ হয়। এতে স্থানীয় ফুটবল দল আরেমা এফসি ৩-২ গোলে পারসেবায়া সুরাবায়ার কাছে হেরে যায়।
ম্যাচের রেফারি বাঁশিতে চূড়ান্ত ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আরেমা এফসির ক্ষুব্ধ সমর্থকরা চারদিক থেকে মাঠে ঢুকে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠের মাঝেই পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আরেমার ভক্তরা।
পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় আতঙ্কিত ভক্তরা বহির্গমন গেট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ছোটাছুটির সময় পদদলন ও দম বন্ধ হয়ে ভক্তদের প্রাণহানির ঘটনা ঘটে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন