রোমানা আক্তার শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার ||
এক বছরের প্রতিক্ষার অবসান শেষে ঢাক-ঢোল কাঁসা আর শঙ্খ উলুধ্বনির আওয়াজে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ১ হাজার ৭টি পুজা মন্ডপ।
এদিকে করোনা মহামারি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় এবার প্রতিটি মন্ডপে মন্ডপে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ। মায়ের চরনে প্রণাম করে সনাতন ধর্মালম্বীরা কামনা করেছেন এই মহামারী যেনো চিরতরে দূর হয়ে যায়। শান্তি ও মঙ্গল বর্ষিত হয় দেশের ভেতর।
এদিকে রবিবার সকাল থেকে জেলার শ্রীমঙ্গল উপজেলার ১৬৭টি পুজা মন্ডপসহ সবগুলো পুজা মন্ডপে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহাসপ্তমী পুজা ও দেবি দর্শন করে অঞ্জলী গ্রহন করেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দূর্গোৎসবের আগামীকাল সোমবার মহাঅষ্টমীতে প্রতিবছরের ন্যায় শ্রীমঙ্গলের সাতগাঁও রঘুনাথপুর আনন্দময়ী কালী বাড়ীতে অনুষ্ঠিত হবে কুমারী পূজা।
এদিকে জেলার ৭টি উপজেলা এবং ৫টি পৌরসভা মিলিয়ে এবছর তৈরি করা হয়েছে মোট ১'হাজার ৭টি পুজামন্ডপ। তার মধ্যে সার্বজনীন পূজামণ্ডপের সংখ্যা ৮৭১টি ও ব্যক্তিগত পূজামণ্ডপের সংখ্যা ১৩৬টি। মণ্ডপগুলোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে আনসার, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ হাজার সদস্য।
এদিকে আগামী ৫ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন