ইংল্যান্ডে অগ্নিকান্ডে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু

জিবিনিউজ 24 ডেস্ক //

ইংল্যান্ডের একটি ঘরে অগ্নিকান্ডে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে পুলিশ বলছে মহিলার ঘাড়ে মারাত্মক আঘাত রয়েছে। আর মেয়েও অগ্নিদগ্ধ হয়েছিলো মারাত্মকভাবে।

বৃহস্পতিবার ল্যাংকাশায়ারের রেডলি কলোন রোড়ের বাড়ীর ভেতর থেকে ডা: মির সাচারভি এবং ভায়ান ম্যানগ্রিও (১৪)কে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়। ময়না তদন্তে দেখা যায় ৪৯ বয়সী ডা: সাচারভি নির্যাতিত হয়েছিলেন। একই সাথে তার মেয়ের মৃত্যুর কারণও জানার জন্য পরীক্ষা চালাচ্ছে পুলিশ।

পুলিশ ডাবল হত্যাকান্ডের তদন্ত অব্যাহত রেখেছে। নিহত ম্যানগ্রিও নেলসন রোড়ের মার্সডেন হাইট স্কুলের শিক্ষার্থী। তাকে ঘরের ভেতরে খুবই খারাপ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন