জিবিনিউজ 24 ডেস্ক //
সিলেট নগরী থেকে এক ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ওই নাগরিককে অপহরণের দায়ে আরো ৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে নগরীর কলাপাড়াস্থ আম্বিয়ার কলোনীতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের টইল দল শনিবার ভোর রাতে শেখঘাট কলাপাড়াস্থ আম্বিয়ার কলোনীতে অভিযান পরিচালানা করে। এসময় কলোনীর সুজিত বিশ্বাস এর ঘর থেকে জৈন্তাপুর উপজেলার কেন্ডি কাঠাল বাড়ী গ্রামের অর কুমার বিশ্বাসের ছেলে নীল মনি বিশ্বাস (২৫),অতুল দেবনাথের ছেলে দোলন দেবনাথ (২২), একই উপজেলার চানপুর গ্রামের মহানাথ বিশ্বাসের ছেলে সুজিত বিশ্বাস (৩৭) , শিকার খাঁ গ্রামের মৃত মন নমের ছেলে নিতাই নমকে আটক করে পুলিশ।
এসময় তাদের হেফাজতে থাকা ভারতের মেঘালয় রাজ্যের শিলং লাদ্রিমবাল এলাকার ওয়ানশুক বালাহের ছেলে ওয়ানশিম্পার বিয়ামকে উদ্ধার করে। এবং ৬টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, ভারতীয় ওই নাগরিক বাংলাদেশি নাগরিকের কাছে গরু কেনা বেচার উদ্দেশ্যে
জৈন্তাপুরের কেন্ডি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দিলু (৩০) , একই গ্রামের মৃত টিয়া বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসের সাথে কথা বলে তামাবিল স্থলবন্দরের কাটাতার বিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
বাংলাদেশী নাগরিকরা তাকে অপরহণ করে কলাপাড়াস্থ আম্বিয়ার কলোনীতে আটকে রাখে। তাকে উদ্ধারের সময় বাংলাদেশে প্রবেশের কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে আজ রবিবার এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানাইয় মামলা দায়ের করা হয়। নং-০৭ তাং-০৪/১০/২০২০।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন