বিদ্যুৎহীন এক সন্ধ্যা

জাতীয় ডেস্ক//

বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার দুপুর ২টার পর বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো রাজধানীসহ দেশের বড় একটি অংশ। শুরুর দিকে বিষয়টিকে লোডশেডিং ভাবা হলেও পরে বোঝা যায় আসলে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে ট্রিপ বা বিপর্যয়ের কারণে দেশের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।  

এই বিপর্যয়ের কারণে সন্ধ্যার পর আক্ষরিক অর্থেই অন্ধকার নেমে আসে ঢাকার পথে। অন্যান্য দিনে সড়কবাতির আলোয় পথঘাট ঝলমল করলেও আজকের সন্ধ্যা ছিল ভিন্ন। ঢাকা পোস্টের প্রতিবেদকরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে প্রত্যক্ষ করেছেন কেমন গেল বিদ্যুৎহীন এই সন্ধ্যা। তার কিছু চিত্র নিচের ছবিগুলোতে- 


সন্ধ্যার পর ফিলিং স্টেশনগুলোতে জেনারেটরের তেল কেনার জন্য ভিড় বাড়ে মানুষের। তেল সরবরাহ করতে হিমশিম খেতে হয় ফিলিং স্টেশনের কর্মচারীদের।  


বিদ্যুৎ কখন আসবে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য ছিল না। ফলে মোমবাতি কিনতেও ভিড় করেন সাধারণ মানুষ। আর সেই সুযোগে ৫ টাকার মোমবাতি ২০ টাকাতেও বিক্রি করেছেন অনেক ব্যবসায়ী। 


বিদ্যুৎ বিপর্যয়ের কারণে নানামুখী ভোগান্তিতে পড়তে হয়েছে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের। বিঘ্ন ঘটছে সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাতেও। বিশেষ ব্যবস্থায় চলেছে অপারেশন থিয়েটার (ওটি) ও আইসিইউ।  

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন