আন্তর্জাতিক ডেস্ক //
হিজাব না পরার কারণে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনী নামে এক তরুণীর মৃত্যু ঘিরে ইরানে চলমান হিজাববিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে নিজের মাথার চুল কেটে ফেলেছেন ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) সুইডিশ এক সদস্য। ইউরোপীয় পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় কাঁচি দিয়ে নিজের মাথার চুল কেটেছেন ওই সদস্য।
হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী মাহসা আমিনীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশি হেফাজত থেকে কোমায় নেওয়া হয় এই তরুণীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মারা যায় মাহসা আমিনী।
পুলিশি নির্যাতনে আমিনীর প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এই ঘটনার পর ইরানে গত তিন বছরের মধ্যে বৃহত্তম বিক্ষোভ শুরু করেছেন দেশটির হাজার হাজার মানুষ।
মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে ইরাকি বংশোদ্ভূত সদস্য আবির আল-সাহলানি বলেন, ইরান মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের ক্ষোভ নিপীড়কদের চেয়ে বেশি হবে। ইরানের নারীরা মুক্ত না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে রয়েছি।
এই বক্তৃতা দেওয়ার সময় হাতে কাঁচি তুলে নেন তিনি। এ সময় মাথার পেছনের পনিটেইল কাটতে কাটতে তিনি বলেন, ‘জিন, জিয়ান, আজাদি।’ এ সময় আবারও কুর্দি নারীদের জীবনের স্বাধীনতা চান তিনি।
পুলিশি হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর পর ইরানের নারীদের হিজাববিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আবির আল-সাহলানি ছাড়াও ইরানি নারীদের প্রতি সংহতি জানিয়ে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোচি এবং ইসাবেলা হাপার্টও চুল কেটেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন