দুই আত্মঘাতী গোলে বাংলাদেশের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক//

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (৫ অক্টোবর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ই-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

নির্ধারিত সময়ে খেলা ১-১। ইনজুরি সময় চলছে। যে কোনো সময় বাজবে রেফারির শেষ বাঁশি। সেই সময় বাংলাদেশ আত্মঘাতী গোল পায়। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম গোলটিও আত্মঘাতী।

ম্যাচের ১০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। নাজিম উদ্দিন বাঁ প্রান্ত দিয়ে উড়ন্ত ক্রস করেন সতীর্থ মিরাজুলের উদ্দেশে। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করে নিজেদের জালেই জড়িয়ে হতাশায় ভেঙ্গে পড়েন সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রাইডেন গোহ (১-০)। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। মিনিট সতের পর সমতায় ফেরে সিঙ্গাপুর। সতীর্থের কাছ থেকে বল পেয়ে স্বাগতিকদের বক্সের মাথা থেকে মুহাম্মদ সাইয়াজয়ান ডান পায়ের উড়ন্ত শট নেন। কিন্তু ঝাঁপিয়ে পড়েও তা রুখতে পারেননি স্বাগতিক গোলকিপার সোহানুর রহমান (১-১)। গ্যালারিতে উপস্থিত প্রায় আড়াই হাজার দর্শক স্তব্ধ হয়ে পড়েন। নিরবতা নেমে আসে কমলাপুর স্টেডিয়ামে।

সেই দর্শকরাই ম্যাচ শেষে আনন্দ নিয়ে বাড়ি ফিরেছেন। কারণ নির্ধারিত ৯০ মিনিট পার হলে যোগ হয় আট মিনিট। সেই আট মিনিটের অন্তিম সময়ে বাঁ প্রান্ত দিয়ে লম্বা থ্রো করেন মো. রাতুল। উড়ে আসা বলে ব্যাক হেড করেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার। বল উড়ে গিয়ে পোস্টের কাছে পড়ছিল। সেই বল সিঙ্গাপুরের গোলকিপার আইসাক লি গ্রিপে নিতে গিয়ে ব্যর্থ হন। তার হাত ফসকে বল গোললাইন গড়িয়ে জালে প্রবেশ করে (২-১)। উল্লাসে মেতে উঠেন গ্যালারিতে উপস্থিত আড়াই হাজার দর্শক।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন