আন্তর্জাতিক ডেস্ক//
মুকেশ আম্বানি ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিহার থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম রাকেশ কুমার মিশ্র। তবে ওই যুবক কেন হুমকি দিয়ে ফোন করেছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, আটক যুবককে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা এ ঘটনার তদন্ত করছে।
গত বুধবার (৫ অক্টোবর) মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানিসহ তাদের দুই সন্তানকে হত্যার হুমকি দিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ফোনে ফোন দেওয়া হয়। বেলা ১২টা ৫৭ মিনিটে ওই ফোন কলটি আসে। হুমকির ঘটনায় ডিবি মার্গ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
গত আগস্ট মাসের ১৫ তারিখেও এমন একটি কল এসেছিল রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ফোনে। সেখানে এক ব্যক্তি আটবার হাসপাতালে ফোন করে মুকেশ আম্বানিকে প্রাণে মারার হুমকি দেয়।
এর আগে, গতবছর পুলিশ মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে একটি স্করপিও সেডান গাড়ি উদ্ধার করে। ওই গাড়িতে ছিল জিলেটিন স্টিক ও একটি হুমকি চিঠি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন