বিনোদন ডেস্ক//
বাবাকে নিয়ে কোনো রসিকতা সহ্য করবেন না অভিষেক! স্পষ্ট জানিয়ে দিলেন কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠীকে। তবে শুধু জানিয়েই ক্ষান্ত হননি, রেগে সোজা বেরিয়ে গেছেন স্টুডিও থেকে। বিচারকের আসনে বসা রীতেশ দেশমুখ ও কুশা কাপিলা অভিষেকের কাণ্ড দেখে একেবারে হতভম্ব!
এমনই এক কাণ্ড ঘটেছে ‘কেস তো বনতা হ্যায়’ শোয়ে। যেখানে অতিথি হিসেবে এসেছিলেন অভিষেক বচ্চন। আর সেই শোয়েই কমেডিয়ান পরিতোষ হঠাৎ অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুরু করেন। পরিতোষের মুখে বাবা অমিতাভের নামে রসিকতা শুনে রীতিমতো ক্ষেপে গেলেন অভিষেক। সোজা বেরিয়ে গেলেন শো থেকে। অভিষেকের কথা, আমাকে বোকা পেয়েছেন! আমাকে নিয়ে যতখুশি রসিকতা করুন। কিন্তু বাবাকে নিয়ে নয়। মানুষকে সম্মান করতে শিখুন।
অভিষেক এমনিতে ঠান্ডা মাথার মানুষ। কখনও প্রকাশ্যে তাকে মাথা গরম করতে দেখা যায়নি। তবে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা রীতিমতো অবাক হয়েছেন। প্রায় সবাই অভিষেকের সঙ্গে একমত।
অভিষেক বরাবরই বলিউডে আন্ডাররেটেড। বক্স অফিসে সব সময় হয়তো জনপ্রিয়তা পায়নি তার সব ছবি। তবু তার অভিনীত অধিকাংশ ছবিই প্রশংসা কুড়িয়েছে। সিরিয়াস চরিত্র কিংবা কমেডি, সব ছবিতেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু তবু বলিউডে অবস্থান তৈরি করতে পারেননি তিনি। এরইমধ্যে ওয়েব সিরিজেও পা রেখেছেন অভিষেক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন