বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আজ (৭ অক্টোবর) মৌলভীবাজার রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হলরুমে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি রুমান আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. এডভোকেট আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সহ সভাপতি ড. সরওয়ার আহমদ, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল আহমদ, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল আহমদ, তাজুদুর রহমান প্রমূখ।
কাউন্সিলে মোঃ রুমান আহমদকে সভাপতি ও মোফাদ আহমদ মুরাদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন