মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২) প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের নির্দেশে দেশব্যাপী বিভাগ, জেলা ও উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারি ধারাবাহীকতায় মৌলভীবাজার জেলা সম্মেলন সম্পন্ন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে (৭ অক্টোবর) শুক্রবার মৌলভীবাজার রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হলরুমে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা সভাপতি রুমান আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. এডভোকেট আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সহ সভাপতি ড. সরওয়ার আহমদ, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল আহমদ, সাংবাদিক তাজুদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কাজল আহমদ, সাধারণ সম্পাদক হান্নান আহমদ প্রমূখ।
সম্মেলনে জেলার ৫জন সাংবাদিক সদস্যকে শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করা হয়, আব্দুস সালাম, হানিফ পারভেজ, পাবেল বক্স, সুহেল আহমদ, সোলেমান আহমদ মানিক ও শিশু সাংবাদিক হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয় মুবিন আহমদ এলিন'কে এছাড়াও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এছাড়াও রাজু ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিলে মোঃ রুমান আহমদকে সভাপতি ও মোফাদ আহমদ মুরাদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আয়োজনে বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা, সার্বিক সহযোগিতায় রাজু ফাউন্ডেশন মৌলভীবাজার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন