মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে“শিখন ঘাটতি পুরনে শিক্ষক-কর্মকর্তাদের ভুমিকা,শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযেগিতায় সিলেট বিভাগীয় কর্মকর্তাগন ও মৌলভীবাজার জেলার শিক্ষকদের অংশ গ্রহনে“শিখন ঘাটতি পুরনে শিক্ষক-কর্মকর্তাদের ভুমিকা,শীর্ষক কর্মশালা বেঙ্গল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আমিনূল ইসলাম খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান । সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মুহিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক,শাহ রেজওয়ান হায়াত, মৌলভীবাজাওে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ জাহিদ আকতার। দিনব্যাপী এ কর্মশালা প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাগন ও সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা শিক্ষা কর্মকর্তাগনএবং মৌলভীবাজার জেলা দুইশতাধিক প্রাথমিক শিক্ষগন অংশ গ্রহন করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন