ডিএনসি কর্মকর্তাকে জিম্মি করে বারে ডিবির ‘অবৈধ’ অভিযান

জাতীয় ডেস্ক  //

রাজধানীর উত্তরার গরীবে নেওয়াজ অ্যাভিনিউয়ের একটি বারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ইন্সপেক্টরকে জিম্মি করে অভিযান পরিচালনার অভিযোগ উঠেছে।
 
ডিএনসি বলছে, ওই বারের বৈধ লাইসেন্স রয়েছে। ডিবি পুলিশ যেসব মদ-বিয়ার উদ্ধার করেছে, লাইসেন্স অনুযায়ী তারা সেসব সংরক্ষণ করতে পারে। গত বৃহস্পতিবার রাতে উত্তরার লেকভিউ রেস্টুরেন্ট নামের ওই বারে অভিযান চালায় ডিবি। প্রথমে তারা ডিএনসি ইন্সপেক্টরকে একটি কক্ষে জিম্মি করে রেখে। তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। ‘ওই বারে ডিবি পুলিশের অভিযান চালানো শুধু আইনবহির্ভূত নয়, অপেশাদার আচরণও’— মনে করছেন ডিএনসির কর্মকর্তারা।

 তারা বলছেন, রাজধানীর উত্তরার গরীবে নেওয়াজ অ্যাভিনিউয়ের যে বারে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছিল সেটির নাম ‘লেকভিউ রেস্টুরেন্ট’। যদিও ডিবি অভিযানের পর জানিয়েছিল ‘কিংফিশার’। ডিএনসি বলছে, সেখানে কিংফিশার নামে রেস্তোরাঁ আছে তবে, সেটি বার নয়।


 
ডিবির অভিযানকালে জিম্মি এবং মোবাইল কেড়ে নিয়ে হেনেস্তার শিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা মেট্রো-উত্তর) উত্তরা জোনের ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, ‘ওই বারের (লেকভিউ রেস্তোরাঁ) লাইসেন্স আছে। গত মাসেও টিম পরিদর্শন করেছে। তাদের কাগজপত্র ঠিক আছে। ডিবির অভিযানের সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি বার ভবনে গেলে ডিবির সদস্যরা আমার সঙ্গে অশোভন আচরণ করেন। আমাকে একটি কক্ষে আটকে রাখা হয়। মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।’
 
‘সরকারি গাড়ি নিয়ে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ডিবি পুলিশের দ্বারা হেনস্তার বিষয়টি সিনিয়র কর্মকর্তাদের জানিয়েছি। তারা ঘটনার বিবরণ শুনে লিখিতভাবে দিতে বলেছেন। আমি আজ লিখিত আকারে ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়েছি।’
 
ওই ঘটনায় ডিএনসি উত্তরের কর্মকর্তারা বলছেন, বৈধ বারে অভিযান চালাতে হলে ডিএনসির অনুমতি নিতে হয়। ডিবি পুলিশ সেটি করেনি। উল্টো ডিএনসি ইন্সপেক্টরকে জিম্মি করে ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেছে। এটা শুধু অবৈধ নয়, অপেশাদার আচরণও।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ২৩ ধারায় বলা হয়েছে, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ পুলিশ, কাস্টমস, বিজিবি, কোস্টগার্ড লাইসেন্স করা প্রতিষ্ঠান ছাড়া যেকোনো মাদকের বিষয়ে অভিযান চালাতে পারে। তবে, আইনের ২০ ধারা অনুযায়ী লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠানে শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালাতে পারবে।’
 
এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিএনসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, উত্তরার গরীবে নেওয়াজের ওই ভবনের দ্বিতীয় তলায় কিংফিশার রেস্তোরাঁ অবস্থিত। লাইসেন্স অনুযায়ী ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় লেকভিউ রেস্তোরাঁ ও বার। অভিযানের পর ডিবি পুলিশ যে মামলা করেছে সেখানে জব্দ তালিকায় ঘটনাস্থল দেখানো হয়েছে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলা। সপ্তম তলা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বার হিসেবে বৈধ লাইসেন্সধারী লেকভিউ রেস্তরাঁর পঞ্চম ও ষষ্ঠ তলায় অভিযান চালাতে হলে অবশ্যই ডিএনসির কাছ থেকে অনুমতি নিতে হবে। সেটি করেনি ডিবি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন