ইউকে প্রবাসী ৭ ইনভেষ্টারকে  চক্রান্তমূলক মামলায় হয়রানীর বিরোদ্ধে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথইষ্ট রিজিওনের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বৃহত্তর আন্দোলনের ডাক

gbn

জিবি নিউজ ||

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথইষ্ট রিজিওনের উদ্যোগে গত বৃহস্পতিবার ৬ই অক্টোবর ২০২২ইং, সম্প্রতি বাংলাদেশে ৭ জন যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীদেরকে মিথ্যা সাজানো মামলায় গ্রেফতার ও হয়রানীর বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান এম, এ, আজিজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে জিএসসির সম্মানীত পেট্রন ডঃ হাসনাত হোসেইন এমবিই, কে,এম, আবুতাহের চৌধূরীসহ বিভিন্ন কাউন্সিলের কাউন্সিলারবৃন্দ ও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক, পেশাজিবী, আইনজীবী, ব্যাবসায়ী এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নের্তৃবৃন্দ অংশগ্রহন করেন।  

পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বিক্ষুব্ধ বক্তাগণ বৈদেশীক মূদ্রা উপার্জনকারী এবং দেশে কর্মসংস্হানের জন্য বিনিয়োগকারী ৭ জন প্রবাসী ইনভেস্টরগণকে চক্রান্তমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। এবং প্রবাসী ইনভেষ্টারদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষী ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানানো হয়। বক্তারা বলেন যে বৈদেশীক মূদ্রা উপার্জনকারী প্রবাসীদের জান-মাল, সহায়-সম্পদ ও বিনিয়োগের নিরাপত্তা দিতে সরকার ব্যার্থ হলে প্রবাসীগণ দেশে রিমিটেন্স প্রেরন ও কর্মসংস্হানের উদ্যেশ্যে শিল্প স্হাপনায় বিনিয়োগ করা বন্ধ করে দিতে বাধ্য হবে। এতে দেশের অর্থনীতি ও অগ্রগতি ব্যাহত হবে। বক্তাগণ তাদের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে আরো বলেন যে- দেশে ভ্রমনকালে তাদের পাসপোর্টে দূতাবাস থেকে নো-ভিসা ষ্টিকার ও পাওয়ার অব এটর্নী প্রদানে আইনী জটিলতা ও এয়ারপোর্টে হয়রানীতে প্রবাসীরা অতিষ্ট। ন্যাশনাল আইডি কার্ড প্রদানে আইনী জটিলতা সৃষ্টি করে প্রবাসীদেরকে ভিটা, মাটি, সহায়-সম্পদ থেকে অধিকার বনঞ্চিত করে প্রবাসীদেরকে নিজ মাতৃভূমি থেকে বিতারণের ষড়যন্ত্র চলছে । তারই ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশীদের উপর অত্যাচারের স্টীম রোলার বাড়ানো হচ্ছে । 

প্রবাসীদের জানমালের হেফাজত ,দেশে প্রবাসীদের সম্পদ রক্ষা ,জাতীয় পরিচয় পত্র আদায় , ভোটাধিকার অর্জন, বিমান বন্দরে হয়রানী বন্ধ ,নতুন প্রজন্মদেরকে দেশমুখি করার জন্য পরিবেশ গড়ে তোলার জন্য আন্দোলনের বিকল্প নেই। তাই সকল প্রবাসী সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বৈদেশীক মূদ্রা অর্জনকারী প্রবাসী ও বিনিয়োগকারীদেরকে রাষ্ট্রীয় ভাবে হেফাজত প্রদান ও এয়ারপোর্টে হয়রানী বন্ধ করা না হলে প্রয়োজনে রেমিটেন্স প্রদান বন্ধ ও বিমান বাংলাদেশ সহ বিনিয়োগ বয়কট কর্মসূচীর মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ও ভয়েস ফর গ্লোভাল বাংলাদেশীজ অর্গেনাইজেশনের উদ্যোগে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সহ সকল সামাজিক- সাংস্কৃতিক, পেশীজিবী, আইনজীবী, ব্যবসায়ী  সংগঠন সমূহকে ঐক্যবদ্ধ করে আলতাব আলী পার্কে একটি  গণসমাবেশ করা এবং হাই কমিশন ঘেরাও করে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সকল রিজিওন এবং সকল সংগঠন ও প্রবাসী নের্তৃবৃন্দদের নিয়ে খুব শীঘ্রই গোল টেবিল বৈঠকের আয়োজন করবে প্রবাসীদের সকল সমস্যার স্হায়ী সমাধানের উদ্দৌগ গ্রহন করার উদ্দেশ্যে। 

সভায় বক্তব‍্য রাখেন জিএসসির সম্মানীত পেট্রন ডঃ হাসনাত হোসেইন এম,বি,ই. কে এম আবু তাহের চৌধুরী, সাউথইস্ট রিজিওনের সাবেক চেয়ার জনাব মোহাম্মদ ইসবাহ উদ্দিন, জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ূম কায়ছার, ভয়েচ ফর নিউহামের চেয়ার  পারভেজ কোরেশী,বিইএম, সাউথইষ্ট রিজিওনের সহ-সভাপতি কাউন্সিলার ফয়জুর রহমান, কাউন্সিলার জোৎস্না ইসলাম, এক্স কাউন্সিলার মামুনুর রশীদ ও আখলাকুর রহমান, ইস্ট লন্ডন শাখার চেয়ারম্যান  আব্দুল মালিক কুট্টি, সাউথইষ্ট রিজিওনের কোষাধ‍্যক্ষ সূফী সোহেল আহমদ, সহ- কোষাধক্ষ্য মোঃ আবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, সদস্য-সম্পাদক সালেহ আহমেদ (আলফু), ধর্ম-বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ওয়েলফেয়ার সেক্রেটারি ফারুক মিয়া, যুব-সম্পাদক সালেহ আহম্মদ, ক্রিড়া-সম্পাদক  আজম আলী, সাউথইষ্ট রিজিওনের সদস্য যুবনেতা কাজী তাদ উদ্দিন আকমল, জনজীবন সম্পাদক আলহাজ্ব ছমির উদ্দিন,মওলানা আব্দুল কুদ্দুছ, এসেক্স শাখার সিদ্দিকুর রহমান কোরাইশী, মিডেলসেক্স শাখার সৈয়দ করিম, বাংলাদেশ প্রবাসী অধিকীর পরিষদের সভাপতি জামান সিদ্দিকী, সাধারন সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সূমন, বাদশাহ মিয়া,মফাজ্জুল আলী,মো:ইরফান আলী, মোঃ জগম্ভর আলী, কমিউনিটি একটিভিষ্ট মোঃ ইছতাব উদ্দিন আহমদ, গণমাধ্যম কর্মী সৈয়দ আবু সায়েম করিম, সমাজকর্মী এ মনাফ,আব্দুল হালিম চৌধুরী, সাবেক কাউন্সিলীর রুহুল আমিন, কমিউনিটি একটিভিষ্ট ফয়সল শাহ, লেবার পার্টি সদস্য ও সমাজ কর্মী শাহান চৌধুরী, মোঃ গিয়াস উদ্দিন, মো আব্দুল বারী জসিম, সাংবাদিক কয়েছ আহমদ, মো মছরুল হকসহ অন‍্যান‍্য নের্তৃবৃন্দ। 

সভার শেষে সকল মুসলিম উম্মাসহ জিএসসির সকল অসুস্হ নেতা কর্মী ও সদস্যগণের আশু সুস্হ্যতা এবং সকল প্রয়াত নের্তৃবৃন্দ ও সদস্যগণের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সম্মানীত পেট্রন জনাব কে এম আবু তাহের চৌধুরী।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন