কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

জাতীয় ডেস্ক //

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চার দি‌নের সফ‌রে ঢাকায় পৌঁছেছেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রেসনিক আহমেতি।

রোববার (৯ অক্টোবর) এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা।

তি‌নি জানান, আজ ঢাকায় এসেছেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী। এ সফ‌রে তিনি সরকারের উচ্চ-পর্যায়ের কর্মকর্তা ও একাধিক নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফ‌রে ঢাকা ও প্রিস্টিনার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 

আহমেতির সফ‌রে দুদেশের কর্মকর্তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ বিনিময় ছাড়াও অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন, দ্বৈতকর পরিহার ও জনশক্তি রপ্তানির বিষয়ে চুক্তি করা নিয়ে আলোচনা করবেন।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খা‌লি‌দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। ফরেন সার্ভিস একাডেমিতে একটি সেমিনারে বক্তব্য দেওয়ার কথা র‌য়ে‌ছে তার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন