মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ শরীফের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের নেতৃত্বে রোববার ৯ অক্টোবর সকালে মাজার প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দরগাহ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, দরগাহ শরীফের মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান মুজিব, দরগাহ শরীফ মসজিদের প্রেস ইমাম শামিম আহমদ প্রমুখ। পরে মাজার জিযারত ও মিলাদ মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শিরণী বিতরণ করা হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খতমে কুরআন, খতমে খাজেগান অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন