বার্সেলোনায় ফিরতে চান ইনিয়েস্তা

বয়স ৩৮ হয়ে গেছে তার। ইউরোপীয় ফুটবল ছেড়ে গেছেন সেই ২০১৮ সালে। বার্সেলোনার সাবেক অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা এখন খেলছেন জাপানি ক্লাব ভিসেল কোবের হয়ে। তবে খেলোয়াড়ি জীবনে যে আর বেশি সময় বাকি নেই, সেটা জানিয়ে দিয়েছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। সঙ্গে এটাও জানিয়েছেন, বুটজোড়া তুলে রাখার পর ফিরতে চান তার সাবেক ক্লাব বার্সেলোনায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা জানান, ‘জাপানে আরও এক বছর খেলতে চাই আমি। এরপর যা হবে আমি দেখব।’

৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার ভিসেল কোবেতে তার পঞ্চম মৌসুম কাটাচ্ছেন এখন। এর আগে বার্সেলোনার হয়ে জিতেছেন সব কিছু, স্পেনকেও এনে দিয়েছেন ইউরো-বিশ্বকাপ-ইউরোর শিরোপাত্রয়ী। 

যে বার্সেলোনার হয়ে এত ইতিহাস গড়েছেন, সেই বার্সেলোনাতে ফেরার অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, ‘বার্সেলোনায় ফিরতে চাই, এটা আমার ঘর। কিন্তু আমি জানি না কোন ভূমিকায় ফিরব আমি, কোচ, স্পোর্টিং ডিরেক্টর না অন্য কোনো পদে। যে কোনো কিছুর জন্য আমাকে আগে প্রস্তুতি নিতে হবে। তবে আপাতত নিজেকে একজন খেলোয়াড় হিসেবেই দেখছি আমি।’

তবে বার্সেলোনায় ফিরতে হলে যে আগে ‘হোমওয়ার্কটাও’ সেরে রাখতে হবে, সেটাও জানিয়ে দিলেন ইনিয়েস্তা। তিনি বলেন, ‘এমনটা চিন্তা করা বেশ আনন্দের যে, ক্লাবকে খেলোয়াড়ি জীবনে যিনি এতকিছু দিয়েছেন, তিনি বুটজোড়া তুলে রাখার পরেও কাজটা জারি রাখছেন। এর জন্য সঠিক শর্ত পূরণ করতে হবে। আপনি বলতে পারবেন না, আমি কিছু করতে যাচ্ছি না, কিন্তু আমাকে ফিরে আসতে দাও।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন