কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পূজা

বিনোদন ডেস্ক    //

বর্তমান প্রজন্মের মেধাবী চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় প্রতিভা দিয়ে আলো ছড়াচ্ছেন সিনেপর্দায়। ‘পোড়ামন ২’ দিয়ে যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলেছেন চূড়ান্ত সফলতার দিকে। ইদানিং কাজের বাইরেও থাকছেন আলোচনায়। ঢালিউড শীর্ষ নায়কের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে চুপ ছিলেন দীর্ঘদিন। এবার নিরবতা ভাঙলেন তিনি। গুজব রটনাকারীদের হুঁশিয়ার করে দিলেন কড়াবার্তা!

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে পূজা চেরি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে চলচ্চিত্র নিয়ে নিজের স্বপ্ন-সাধনার পাশাপাশি বাধা-বিপত্তির কথাও উঠে আসে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।’  

ঢালিউড শীর্ষ নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন ও আরেকজন চিত্রনায়িকার সঙ্গে কথিত হাতাহাতির বিষয়েও জানান নায়িকা। পূজা বলেন, ‘কদিন ধরে খেয়াল করছি, আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’

পূজা চেরি

পূজা চেরি

ভক্ত-অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’

গুজব রটনাকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে ‘দহন’ নায়িকা বলেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি - দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’

উল্লেখ্য, শুক্রবার (৭ অক্টোবর) দেশব্যাপী ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ‘হৃদিতা’ সিনেমাটি। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন