বিনোদন ডেস্ক //
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে ভক্তদের ‘করবা চৌথ’-এর শুভেচ্ছা জানিয়েছেন উর্বশী রাওতেলা। পোস্টে তিনি লিখেছেন- আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন। আগাম করবা চৌথের শুভেচ্ছা।
উর্বশীর এই পোস্টের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। ক্রিকেটার ঋষভ পন্থকে স্বামী হিসাবে ভেবেই কি এই পোস্ট করলেন তিনি? একের পর এক মন্তব্যে ভরে উঠেছে তার ছবি। কেউ লিখেছেন, আপনি কি ঋষভ পন্থের জন্য করবা চৌথ করবেন? আবার কেউ লেখেন, এই পোস্ট নিশ্চয়ই ঋষভের জন্য।
উর্বশী বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন। যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেটিও অস্ট্রেলিয়াতে তোলা। কিন্তু এত জায়গা থাকতে হঠাৎ অস্ট্রেলিয়া কেন? ভক্তরা সেই হিসাব মিলিয়ে ফেললেন। কেউ বললেন, হ্যাঁ, ঋষভ তো অপেক্ষা করছেন। আবার কেউ বললেন, ঋষভ আপনাকে দেখলে খুশি হবেন।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলও এখন অস্ট্রেলিয়াতে রয়েছে। তবে আদৌ কি তারা সম্পর্কে রয়েছেন কি না সে প্রশ্নের জবাব এখনও মেলেনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন