মুদ্রা পাচার মামলা থেকে খালাস পেলেন শেহবাজ ও তার ছেলে

আন্তর্জাতিক ডেস্ক//

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার বড় ছেলে হামজা শেহবাজকে মুদ্রা পাচার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের বিশেষ জজ আদালত। আদালতের এক কর্মকর্তা ভারতের বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) এই তথ্য নিশ্চিত করেছেন।

পিটিআইকে ওই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী শেহাবজ শরিফ ও তার ছেলে হামজা শরিফের বিরুদ্ধে ১ হাজার ৬০০ কোটি পাকিস্তানি রুপি বিদেশে পাচারের অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছিল, তাতে এই দুইজন নির্দোষ প্রমাণিত হওয়ায় বুধবার লাহোর বিশেষ জজ আদালতের বিচারক ইজাজ হাসান আওয়ান তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।’

২০২০ সালে এ বিষয়ে লাহোরের বিশেষ জজ আদালতে শেহবাজ, তার দুই ছেলে হামজা ও সুলেমানসহ কয়েকজনকে আসামি করে মামলা করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইএ।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালে আখ ক্রয়, চিনি উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি লোপাটের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে শেহবাজ শরিফ এবং তার দুই ছেলে হামজা ও সুলেমানের। পাঞ্জাব প্রদেশের কয়েকজন চিনি কল মালিকও এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয় অভিযোগে।

শেহবাজ শরিফের ছোটো ছেলে সুলেমান শেহবাজকে আগেই মামলা থেকে খালাস দিয়েছিলেন আদালত। অবশ্য মামলার তদন্তকারী কর্মকর্তা সুলেমানের নাগাল পাননি, কারণ মামলা দায়েরের ১ বছর আগে, অর্থাৎ ২০১৯ সাল থেকেই লন্ডনে আছেন সুলেমান।

তার বাবা শেহবাজ শরিফ অবশ্য বলেছেন, সম্ভাব্য মামলা থেকে বাঁচতে নয়— বরং পারিবারিক ব্যবসা দেখাশোনার কাজেই লন্ডনে আছেন তিনি।

শেহাবাজ শরিফের রাজনৈতিক দল ও পাকিস্তানে বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের সবচেয়ে বড় শরিক পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজের (পিএমএল-এন) টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক টুইটবার্তায় বুধবার বলা হয়, ‘পিএমএল-এনের বিরুদ্ধে করা আরও একটি চক্রান্তের অবসান ঘটল আজ। আদালতের এই রায়ই কাঙ্ক্ষিত ছিল।’

তবে সরকারি জোটের অপর শরিক পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অভিযোগ, শেহবাজ ও তার ছেলে হামজার মামলা থেকে খালাস পাওয়ার পেছনে হাত রয়েছে সেনাপ্রধান কামার আহমেদ বাজওয়ার।

পিপিপির অন্যতম জেষ্ঠ্য নেতা ব্যারিস্টার আইতজাজ আহসান বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘বাজওয়া সাহেব নিজে শরিফ পরিবারকে বাঁচিয়ে দিয়েছেন এবং এটি একটি বড় ধরনের অপরাধ।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন