জিবিনিউজ24ডেস্ক//
পুত্র শেহজাদ খান বীরের ছবি দেখিয়ে সবাইকে সতর্ক করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। কিন্তু কেন? কাকেই বা উদ্দেশ্য করে এই সতর্কবার্তা? না, খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। পুরোটাই ছেলের প্রতি মায়ের ভালোবাসা, আদরমাখা আবেগ।
ছেলেকে প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গেই খোলেন বীরের নামে নতুন ফেসবুক পেজ। সেখানে নিয়মিত আপডেট দিয়ে ভক্ত-অনুসারীদের আকাঙ্ক্ষা মেটাচ্ছেন। পাশাপাশি নিজের পেজ থেকেও শেয়ার দিচ্ছেন ছোট্ট বীরের ছবি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে ছেলের কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন মা বুবলী। মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, গলায় চেইন, হাতে ব্রেসলেট— সব মিলিয়ে ইয়ো ইয়ো বেশে বীর! ক্যাপশনেও এনেছেন নতুনত্ব। লেখেন, ‘সবাই সাবধান! শহরে নতুন বাপজান।’
মুহূর্তেই বীরের ছবিগুলোতে লাইক কমেন্টে ভরিয়ে দেন নেটিজেনরা। তাদের কেউ কেউ ‘ছোট খান’, ‘ওহ্! রোমিও’ বলেও সম্বোধন করেন শাকিব-বুবলীর খুদে বীরকে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন