মোহাম্মদপুরে চালু হলো কৃষকের বাজার

  জিবিনিউজ24ডেস্ক//  

কৃষকদের উৎপাদিত নিরাপদ পণ্য কৃষকের বাজারের মাধ্যমে ভোক্তাদের কাছে সরাসরি পৌঁছে দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় চালু হয়েছে কৃষকের বাজার। এর মাধ্যমে ভোক্তারা পাবে নিরাপদ খাদ্য এবং কৃষক পাবেন পণ্যের সঠিক মূল্য।

শুক্রবার (১৪ অক্টোবর) নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে এ কৃষকের বাজারের উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভারের ভাকুর্তা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত ১০ জন নিরাপদ চাষী তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল বিক্রি করবেন। 

উদ্বোধন অনুষ্ঠানে নবীনগর, ঢাকা উদ্যান, ও চন্দ্রিমা ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান বলেন, কৃষকের বাজার এলাকাবাসীর জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের সহজ প্রাপ্তি নিশ্চিত করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬টি কৃষকের বাজারের মধ্যে একটি আমাদের এলাকায় স্থাপিত হচ্ছে, তা আমাদের জন্য আনন্দের। এ বাজারে কৃষকদের জন্য প্রয়োজনীয় সকল সুবিধাদি ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের সাসটেইনেবল এগ্রিকালচার স্পেশালিস্ট জাহাঙ্গীর আলম বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সমগ্র বিশ্বব্যাপী ক্ষুধামুক্তি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করেছে। ঢাকা ফুড সিস্টেম প্রকল্পটিও একই উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশনে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ১৬টি কৃষকের বাজার স্থাপনের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ৯টি কৃষকের বাজার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। 

ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টিকর খাদ্য গ্রহণের দিকে আমরা অনেকটাই পিছিয়ে আছি। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করায় দেশে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে হৃদরোগ, স্ট্রোক, টাইপ-টু ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নিরাপদ চাষ কার্যক্রমটি দেশজুড়ে সুবিস্তৃত করা প্রয়োজন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন