বিশ্বকাপ দলে সৌম্য-শরিফুল, বাদ সাব্বির-সাইফ

  জিবিনিউজ24ডেস্ক//   

গত কয়েকদিন ধরে ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আসতে যাচ্ছে। অবশেষে সে গুঞ্জনকে সত্যি করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম জায়গা করে নিলেন টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। আগের ঘোষিত স্কোয়াড থেকে থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে বিসিবি থেকে ই-মেইল বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘ তিন বছর পর চলতি বছরের এশিয়া কাপে লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়েছিলেন সাব্বির। তবে সুযোগ পেয়েও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি ডানহাতি এ ব্যাটার। একই সমস্যা সাইফউদ্দিনেরও। ইনজুরি কাটিয়ে দলে ফিরে এখন পর্যন্ত তেমন কোনো পারফর্ম করতে পারেননি টাইগারদের এ পেস অলরাউন্ডার। তাই বিশ্বকাপের ঠিক আগে কপাল পুড়ল এই দুই ক্রিকেটারের। 

তবে দল থেকে বাদ পড়লেও এখনই দেশে ফিরে আসতে হচ্ছে না সাইফউদ্দিন-সাব্বিরকে। বিশ্বকাপে তারা দলের সঙ্গে থাকবেন স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশন খুঁজে পেতে এই পরিবর্তন অপরিহার্য ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

এদিকে সাব্বির-সাইফউদ্দিনের অফফর্মের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন শরিফুল-সৌম্য। বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই হিসবে থেকে ত্রিদেশীয় সিরিজে পারফর্ম করেছেন দুজনই। এবার তাতে ভাগ্যও খুললো। 

পুরো ত্রিদেশীয় সিরিজে বল হাতে ম্রিয়মান বাংলাদেশের হয়ে বেশ ভালো লড়েছেন শরিফুল। ৩ ম্যাচে ২ উইকেটের পাশাপাশি বল হাতে ছিলেন তুলনামূলক মিতব্যয়ী। খুব আহামরি পারফর্ম করেননি সৌম্য। ব্যাট হাতে ২ ম্যাচে ২৭ রানের পাশাপাশি নিয়েছেন ১ উইকেট। তাবে মারকুটে ব্যাটারের ইন্টেন্ট পছন্দ হয়েছে ম্যানেজমেন্টের। তাই শেষ মুহূর্তে দলে টানা হল ২৯ বর্ষী ব্যাটারকে।

বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শনিবার (১৫ অক্টোবর) ব্রিজবেনে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে টাইগাররা। ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। 

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

স্ট্যান্ডবাই : শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন