জিবিনিউজ24ডেস্ক//
ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার ঢাকা সফর বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১৪ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি সেতিয়া হাজি এরিওয়ান বিন পেহিন দাতু পেকারমা জয়া হাজি হোহদ ইউসুফের সঙ্গে এ বৈঠকে এমন আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক নিয়ে মতবিনিময় করেন এবং দুই দেশের পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য ও বিনিয়োগ আরও জোরদার করার বিষয়ে জোর দেন। উভয়পক্ষ আগামী দিনে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও কানেক্টিভিটি বাড়ানো নিয়ে আলোচনা করেন। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি ইস্যুও আলোচনায় স্থান পায়।
এসময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্রসচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বৈঠকে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সফরে আজ শনিবার (১৫ অক্টোবর) ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া। সুলতানকে বহনকারী একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। এসময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানাবে বাংলাদেশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন