মৌলভীবাজার প্রতিনিধি\ ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’-এ প্রতিপাদ্যে মৌলভীবাজাওে বিশ্ব সাদাছড়ি দিবস পালন করা হয়েছে।
গতকাল (১৫ অক্টোবর) শনিবার জেলা প্রশাসন ও প্রতিবন্দি সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণী করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুনতানার সভাপত্বি এবং ডা: সন্জীব মত্রৈ এর পচিালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃহাবিবুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: সামাদ এ টিটু, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্টেমন কর্মকর্তা স্বপন কর্মকার, এনজিও প্রতিনিধ শাহিন খান, সৈয়দ রুহুল আমিন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে মাসিক ভাতা, অনুদান ও ঋণ কার্যক্রম, বিদ্যালয় স্থাপন, অভিভাবকদের জন্যে প্রশিক্ষণ, পিতৃ-মাতৃহীন প্রতিবন্ধী শিশু নিবাস, কর্মজীবীদের জন্যে পুরুষ ও মহিলা হোস্টেল নির্মাণসহ অসংখ্য কার্যক্রম পরিচালনা করছে সরকার। সাদাছাড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আতœমর্যাদা ও স্বাধীনতার প্রতীক। তাই প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উচিৎ সাদাছড়ি ব্যবহার করা এবং অন্য ব্যক্তিদের উচিৎ তাদের চলাচলে সহযোগিতা করা বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২১টি স্মার্ট সাদাছড়ি ও ১০টি হেয়ার এইড বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন