মৌলভীবাজার প্রতিনিধিঃ সারাদেশে লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবকদল।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ০৩ঃ ঘটিকায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ পাপ্পু নেতৃত্বে জুগিডর পূর্ব হিলালপুর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ এসআর প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মোক্তাদীর রাজু বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে হবে। শান্তিপূর্ণ মিছিলে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সদর পৌর যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন