জিবিনিউজ24ডেস্ক//
ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এমন প্রত্যাশার কথা জানান মন্ত্রী।
ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের কথা সুলতানের কাছে তুলে ধরেন। তিনি পারস্পরিক সুবিধার জন্য দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
দুই দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী সুলতানকে পেশাদার ও দক্ষ মানবসম্পদসহ প্রয়োজনীয় কর্মী সরবরাহের জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা জানান। সুলতান বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিল।
আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভবনার কথা জানান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি খাতে চলমান মুদ্রাস্ফীতির চাপ এবং অস্থিরতা বিষয়ে ইঙ্গিত করে পররাষ্ট্রসচিব বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ে জোর দেন। সুলতান ঢাকা সফরে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শনিবার দুুপুর ২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়াহ। রাষ্ট্রপতি ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। তাকে লাল গালিচা সংবর্ধনাও দেওয়া হয়।
বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠান শেষে সুলতান সাভারে জাতীয় স্মৃতি সৌধে ১৯৭১ সালে বাংলাদেশের ৯ মাসের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সেখানে একটি গাছের চারা রোপণ এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন সুলতান।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সুলতান বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করেন। পরে সুলতান রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন রোববার (১৬ অক্টোবর) ব্রুনাইয়ের সুলতান ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একইদিন বিকেলে ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন। বৈঠক শেষে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন