ওসমানীনগরে মাইক্রোবাস খাদে, নিহত-২

gbn

ওসমানীনগ প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাস খাদে পড়ে চালকসহ ২জন নিহত হয়েছেন। রবিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার ১৯ মাইল নামক স্থানে সিলেটগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল মাইক্রোবাস উপ-কমিটির সদস্য ও মোল্লারগাঁও এলাকার বাসিন্দা মাইক্রোবাস চালক মারজান আহমেদ এবং মাইক্রোবাসের যাত্রী ব্রাম্মণবাড়িয়ার নাসিরনগর থানার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, ব্রাম্মণবাড়িয়ার থেকে মাইক্রোবাসযোগে সিলেট ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান। পথিমধ্যে ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও ব্যাংক কর্মকর্তা মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন