স্বল্পমেয়াদী বিনা ১৭ ধান উচ্চ ফলনশীল

সুনামগঞ্জ প্রতিনিধি
বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালীন বিনা ধান ১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তাহিরপুরের লাউড়েরগড় এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্র’র উদ্যোগে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
তাহিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নুরুন নবী মজুমদার, তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা, সুনামগঞ্জ বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাকিব ও কৃষিবিদ মো. মাহবুবুর রহমান প্রমুখ। 
অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন। 
সুনামগঞ্জ বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নুরুন নবী মজুমদার বলেন, বিনা ১৭ জাত ধান উচ্চ ফলনশীল। এটা আমরা আমন ও বোরোতে চাষ করার জন্য কৃষকের বলি। বিনা ১৭ স্বল্পমেয়াদী হওয়ার ফলে কৃষকরা একই জমিতে অন্যান্য সবজি চাষ করতে পারেন। এক ফসলি জমিতে অধিক ফসল চাষাবাদ করতে বিনা ধান খুবই উপযোগী। 

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন