সিনেমার শুটিংয়ে চুপিসারে কলকাতায় আনুশকা

জিবিনিউজ24ডেস্ক//   

রবিবার (১৬ অক্টোবর) রাতে আচমকা কলকাতা শহরে এসে পৌঁছান বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিরাট যখন অস্ট্রেলিয়ায় ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে, তখন তিলোত্তমায় একা একা কী করছেন বিরাট ঘরণী? হইচই শুরু হতেই জানা গেল জবাব। নিজের আসন্ন ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং করতেই মায়ানগরী ছেড়ে কলকাতায় অভিনেত্রী। সোমবার (১৭ অক্টোবর) ইডেন গার্ডেন্সে চলছে ‘চাকদা এক্সপ্রস’-এর শুটিং।

মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালকিন কলকাতার মেয়ে ঝুলন গোস্বামী। টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন এই বোলারের জীবনের উত্থান-পতনকে ঘিরেই প্রসিত রায়ের ছবি ‘চাকদা এক্সপ্রেস’।

মহিলা ক্রিকেটের ওপর তৈরি সবচেয়ে বড় ছবি হিসাবে ‘চাকদা এক্সপ্রেস’কে তুলে ধরতে চান আনুশকা। লন্ডনে এই সিনেমার বড় অংশের শুটিং করছেন অভিনেত্রী। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রীর ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। আনুশকার কথায়, এই ছবি ‘আন্ডারডগ’-এর ঘুরে দাঁড়ানোর গল্প।

২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। আপাতত আনুশকার কামব্যাকের অপেক্ষায় তার ভক্তরা। ‘জিরো’র পর বলিউডের পর্দা থেকে পুরোপুরি উধাও এই নায়িকা। চার বছর ধরে নায়িকাকে রুপালি পর্দায় দেখতে মুখিয়ে আছে ভক্তরা। গত কয়েক বছরে পুরোদস্তুর পালটে গেছে অনুষ্কার জীবন। এখন তিনি শুধু নায়িকা নন, একজন দায়িত্বশীল মাও বটে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন